ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। সোমবার রাত ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দির্ঘদিন ধরে জমি নিয়ে বড় ভাই হবিবর রহমানের সাথে ছোট ভাই শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে হাবিবর রহমানের ছেলে ( শফিকুল ইসলামের ভাতিজা) পিয়াস হোসেনের সাথে চাচা শফিকুল ইসলামের কথা কাটা কাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে পিয়াস হোসেন চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় শফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকে) ভর্তি করেন। সোমবার রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। এর পর থেকে ভাতিজা পিয়াস পালাতক রয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।