এস,আই শাওন:
“সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” শ্লোগানে ও “তথ্য অধিকার সংকটে হাতিয়ার” প্রতিপাদ্যে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে তথ্য কমিশনের সহায়তায় শেরপুর উপেজলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ।