নবদিন ডেস্ক:
বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে সাকিল ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহ:পতিবার (১অক্টোবর) আনুমানিক সকাল ৮ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের পাইকপাড়া গ্রোহিন বাঁধ সংলগ্ন পোড়াবাড়ির নৌ-সৈনিক (নাবিক) জাহিদুলের ছেলে।
স্বজনরা জানান, সাকিলের মা সকালে ভাত রান্না করছিলেন। এসময় সাকিল খেলনা বদনা নিয়ে পুকুরে পানি আনতে গিয়ে পানিতে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একমাত্র শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইদিন দুপুরে জানাযা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।