নবদিন ডেস্ক:
হাসিনা খাতুন জন্ম থেকে প্রতিবন্ধী।তিনি জেলার ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। জন্মগতভাবে তার দু’টি পা থাকলেও তিনি অচল। হাটুতে ভর দিয়ে হাটতে তাকে। সম্প্রতি বিষয়টি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র দৃষ্টি গোচর হলে তিনি ওই নারীকে একটি হুইল চেয়ার প্রদানের আশ্বাস প্রদান করেন।
আজ শনিবার (৩ রা অক্টোবর) সকাল ১০টায় মেয়র তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিবন্ধী হাসিনা খাতুনকে একটি হুইল চেয়ার প্রদান করেন। এসময় ধুনট পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলী, সদরপাড়া গ্রামের আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, আরব আলী স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে খুশি হাসিনা খাতুন। তিনি বলেন আমার দু’টি পা থাকলেও তাতে কোন শক্তি না থাকায় হাটুতে ভর দিয়ে চলাচল করতে হয় । এতে খুবই কষ্ট হতো আমার। হুইল চেয়ারটি পাওয়ায় আমার এখন চলাচলে কষ্ট কমে যাবে।