নবদিন ডেস্ক:
বগুড়ার ধুনটে ধান চাল মজুদ ও বাজার মুল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত। আজ শনিবার (৩ রা অক্টোবর) বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে জেলার ধুনট উপজেলার বিভিন্ন রাইস মিল ও চালের বাজার পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মিল-মালিকদের চাল মজুদ ও চালের মূল্য বৃদ্ধি না করার আহবান জানিয়ে বলেন আগামীতেও অভিযান অব্যাহত থাকবে এই নির্দেশনা অমান্য করলে প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।