মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় শেরপুর উপজেলা মহিলা কলেজের সামনে থেকে জয় দাসের (২৭) মোটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুরে উপজেলার সামনে জে কে মটরসাইকেল দোকানে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয়। সেখানে চোর ক্রেতা সেজে এসে লাল কালো ১২৫ সিসি হিরো গ্ল্যাামার (বগুড়া হ-১৬-৩২৭৪) মোটরসাইকেল ট্রায়াল দেওয়ার কথা বলে নিয়ে যায়। এ ব্যাপারে জয় দাস জানান, আমার মোটরসাইকেল বিক্রয় করা হবে না। দোকানের ভিতর চাবি রেখে কাজ করছিলাম। চোর চাবি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দোকানের ছেলে বৃষ্ণ (১৩) দেখলে তাকে বলে ক্রয় করবো এজন্য ট্রায়াল দেব বলে নিয়ে চলে যায়।
এ ব্যাপরে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেয়েছি। চোর ধরতে অভিযান চলছে।