তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) ধুনট থানা প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব রাখেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, ধুনট থানার এসআই প্রদিপ কুমার বর্মন ।
উপজেলা পূজা মন্ডপ কমিটির উপদেষ্টা বিনয় কুমার, সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র ঘোষ, ধুনট কেন্দ্রিয় দুর্গা মন্দিরে সভাপতি তপু সাহা,সাধারন সম্পাদক লিকন সাহা,সদস্য স্বপন কুমারসহ আরো অনকে। অনুষ্ঠানে সকল পূজা কমিটির সদস্য উপস্থিত ছিলেন ।