বগুড়ার ধুনট উপজেলায় শেফালী খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে পাষান্ড স্বামী এশারত আলী আকন্দ। শনিবার রাত ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক এশারত আলী একই গ্রামের মৃত. হারুন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় এনজিও থেকে ঋণ উত্তোলন করা কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পায় প্রতিবেশিরা। এসময় প্রতিবেশীরা তাদের ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে এবং ঘরের দরজা খুলতে বলেন। ভিতর থেকে প্রতি উত্তরে এশারত আলী বলেন কেউ ঘরের ভেতর ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করবো। এক পর্যায়ে কৌশলে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যান এশারত আলী।
নিহতের ছেলে সেলিম হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে আমার মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়ে ছিলো। সেই জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত ঘাতক এশারত আলীকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের চান্দাইকোনা এলাকা থেকে আটক করা হয়েছে।