এস,আই শাওন:
বগুড়া শেরপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল বিকাল ৪টায় উপজেলার বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক শ্রমিক নেতা কারিমুল ইসলামের নেতৃত্বে কেক কাটা হয়। এসময় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক শ্রমিক নেতা কারিমুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। জাতীয় শ্রমিকলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকল সময় সাধারণ শ্রমিকদের পাশে থাকতে হবে। শ্রমিকরা তাদের ন্যায্য বেতন-বোনাস সঠিকভাবে পাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।
শ্রমিকদের একসাথে কাঁধেকাঁধ মিলিয়ে দেশের অর্থনৈতিক সেক্টর এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিকদের প্রতি জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি কালীন মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের পাশে ছিলেন। তাই আজ সকলের অঙ্গীকার নিতে হবে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।