তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি)’র অর্থায়নে ২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে সিমেন্ট কনক্রিট (সিসি) রাস্তা এবং ১৬ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার ও পানির ট্যাংকি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সদরপাড়ায় ১১৮ মিটার সিসি রাস্তা এবং উপজেলার ধুনট হাট অফিসের দক্ষিণপাশের গণ-শৌচাগার ও পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উক্ত নির্মাণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলন শাহজাহান আলী, কার্য-সহকারি মাহমুদুল ইসলাম টুকু, ঠিকাদার বদরুল হাসান আগা, ফোরহাদ হোসেন, আব্দুল মোমিন সোহেল, জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জুয়েল মল্লিক ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাসেল মাহমুদসহ আরো অনেকে।