নবদিন ডেস্ক:
মহামারী করোনাভাইরাসের কারণে এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হবে না। তার পরিবর্তে শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে মূল্যায়ণ করা হবে। এজন্য ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি বিষয়ে অনলাইন প্রেসব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু, কারণে বাতিল করা হয়।
অন্যদিকে, করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণি পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।