তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ২টি গরু, ১টি ছাগল ও কমপক্ষে ১০টি হাস-মুরগী মারা গেছে বলে জানা গেছে। আগুনে পুড়ে ১টি ঘর, ১টি অটোভ্যান, আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের জেল হোসেনের ছেলে কামরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ী। অন্যান্য দিনের মত গতকাল শনিবার রাতে পরিবারের লোকজনসহ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে ঘর, আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ প্রসঙ্গে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ওই ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।