এস,আই শাওন:
বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। ২৬ অক্টোবর মধ্যরাতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত সাগরপুর এলাকার সুখানগাড়ী ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র হাঁসুয়া, লোহার রড, লাইলন রশি, হাত করাতসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ৪ জন হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার মোঃ নাজিম উদ্দিন (২৫), মোঃ শফিউল্লাহ (২২), মোঃ ইয়াকুব আলী (২৫) রেজাউল করিম (২৪) ।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত সাগরপুর এলাকার সুখানগাড়ী ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ৪ জন ডাকাত দলের সদস্য এবং তাদেরেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, আর তাই তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। বলে জানান এই কর্মকর্তা।
শেরপুর থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার