“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র বিতরন ও প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে দিবসটি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর, বগুড়ার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনুসহ আরো অনেকে।