নবদিন ডেস্ক:
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বিভিন্ন প্রকার অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরের যুবতি মাদ্রাসার ছাত্রী পুতুল (১৪) ঢাকায় গ্রেপ্তার হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ৯টায় গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটককৃত পুতুল বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের সামছুর মেয়ে বলে জানা গেছে।
জানাযায়, পুতুল রানী নামের ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়ে যায়। শত শত মুসলিম জনতা পুতুলের শাস্তি দাবিতে বগুড়ার শেরপুরের বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিল ও বাড়ী ঘেঁরাও করে। পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ প্রসঙ্গে পুতুলের পিতা সামছু জানান, আমার মেয়ে পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি চাই।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই সিয়াম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবে। পুতুল ঢাকার গাজীপুরে থাকায় কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করেছে।
এ প্রসঙ্গে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির বিষয়ে জানিনা তবে মেয়েটিকে বগুড়ায় পাঠানো হয়েছে।