বগুড়ার শেরপুরে গাজিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়াই শক্তি নেশা হতে মুক্তি, মাদক মুক্ত সমাজ চাই খেলাধুলার বিকল্প নাই এই স্লোগানকে মূল প্রতিপাদ্য গত ৩০ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় উপজেলার শেরপুর সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় শহীদ গাজিউর রহমান স্মৃতি সংসদের আজীবন উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। উপজেলা ছাত্রদল নেতা সালমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার ১ নং প্যানেল চেয়ারম্যান নাজমুল আলম খোকন, বিশিষ্ট সমাজ সেবক ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লিয়াকত আলী বাবলু, শেরপুর শহর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম, শহীদ গাজিউর রহমান স্মৃতি সংসদের সাবেক সভাপতি ছাত্রদল নেতা জসীমউদ্দীন, গাজিউর রহমান স্মৃতি সংসদের সভাপতি শফিউল আলম সবুজ, উক্ত টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেদি হাসান পাপ্পু, রাকিবুল হাসান রাব্বি, হাসনাত জামিল হাসিব।
উক্ত খেলায় কলেজরোড চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন ও কলেজরোড সুপার কিংস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।