তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলার ১২নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ হেলাল উদ্দীন, ইউপি সচিব মোঃ ফেরদৌস হোসেন, উদ্যোক্তা সোহাগ, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ।
উল্লেখ্য, ১৮৩ জন কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি হারে নভেম্বর মাসের ৫.৪৯০মেট্টিক টন চাল বিতরণ করা হয়।