এস,আই শাওন:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর “নো মাস্ক, নো সার্ভিস” অনুশাসন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
আজ (২৯ নভেম্বর) রবিবার উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড, করতোয়া বাসস্ট্যান্ড, ধুনট মোড় এবং রণবীরবালা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে শেরপুর উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এ অভিযানে শেরপুর থানা পুলিশ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুশাসের সদস্যগণ সহায়তা করে।
এসময় বাস-ট্রাক-সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। বাসের টিকিট কাউন্টারগুলোতে “নো মাস্ক, নো এন্ট্রি”, “নো মাস্ক, নো সার্ভিস” সম্বলিত সাইনবোর্ড প্রদর্শনও নিশ্চিত করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে মোট ২,৩০০/- জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।