মৌসুমী ইসলাম:
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকল্পে আজ ৩০ শে নভেম্বর সোমবার শেরপুর উপজেলার জনবহুল বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা, মাইকিং এবং জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে শেরপুর উপজেলা প্রশাসন।
উপজেলার গাড়িদহ ইউনিয়নের জামতলা, হাপুনিয়া স্ট্যান্ড বাজার, গোসাইবাড়ি বটতলা বাজার, বনমরিচা বটতলা বাজার, পুন্নাতলা এবং কলেজ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো লিয়াকত আলী সেখ।
উক্ত অভিযানকালে মাস্ক না পরার অপরাধে ৭জনকে ১০৫০/- টাকা , ঔষুধের লাইসেন্স ছাড়াই ফার্মেসি পরিচালনা করায় ১ জনকে ৫০০/- টাকাসহ মোট ৮জনকে সর্বমোট ১৫৫০/- জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের প্রচারাভিযান এবং মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।