মৌসুমী ইসলাম:
সরকারের মাস্ক ব্যবহার সংক্রান্ত “নো মাস্ক, নো সার্ভিস” নীতি কার্যকর করতে ০৭ ডিসেম্বর সোমবার বগুড়ার শেরপুরের ফুলবাড়ী ঘাটপাড় বাজার, ফুলবাড়ী বাজার, ধুনট মোড় এবং রনবীরবালা এলাকায় মাইকিংসহ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো লিয়াকত আলী সেখ। শেরপুর থানা-পুলিশ, পুশাসের সদস্যগণ এবং গ্রাম-পুলিশ সদস্যগণ সহায়তা করে। এসময় ক্রেতা-বিক্রেতা, বাস-ট্রাক-সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। মাইকিং করে সচেতন করা হয়। এরপরও মাস্ক না পরার অপরাধে ১২ জনকে মোট ১,৫০০/- টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।