নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুরে বৈকালী দই মিষ্টি ঘর এন্ড জেনারেল ষ্টোর এর মাস ব্যাপী লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বাসট্যান্ড ডক্টরস্ কমপ্লেক্স এর নিচ তলায় র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস কমপ্লেক্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শম্পা ক্লোথ ষ্টোর এর সত্বাধীকারী পিপেশ সাহা, বৈকালী দই মিষ্টি ঘর এর সত্ত্বাধীকারী শ্রী পার্থ কুমার সাহা, স¤্রাট সু বাজার এর সত্ত্বাধীকারী আতিকুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ রানা। সার্বিক ব্যবস্থাপনায় জয় সাহা ও বিজয় সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে বৈকালী দই মিষ্টি ঘর এন্ড জেনারেল ষ্টোর এ গত ১মাসে গ্রাহক ৩শ টাকার পণ্য ক্রয় করলে ১টি লটারী ফ্রি এর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এলইডি টেলিভিশন, ২য় পুরস্কার স্মার্ট মোবাইল, ৩য় পুরস্কার রাইস কুকার, ৪র্থ পুরস্কার পেসার কুকার পঞ্চাম পুরস্কার শিশুদের রিস্কাসহ মোট ৫০টি পুস্কার বিতরন করা হয়।