আবু সাঈদ সাগর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় নাহিদ চাউল কলের গেটের সামনে রাস্তার ওপর প্রকাশ্যে এ্যাম্পুল বিক্রি করছিলো আট মাদক মামলার আসামী হাফিজুর রহমান (৩৮)। খবর পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেপ্তারকৃত হাফিজুর উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত কছির উদ্দীনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের হাটখোলা এলাকায় নাহিদ চাউল কলের সামনের রাস্তায় আট মাদক মামলার আসামী হাফিজুর রহমান এ্যাম্পুল বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালালে ওই মাদক ব্যবসায়ী বিষয়টি টের পেয়ে জমির কাদার মধ্যে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তার পিছনে দৌঁড় দিয়ে চোর-চোর-চোর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে বাধাঁ দেয়। এতে ১৬ পিস এ্যাম্পুলসহ পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।#