আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে শীতের শুরুতেই দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন সোমবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এসব ছিন্নমূল শীতার্ত মানুষের হাতে ৩২টি কম্বল তুলে দেন। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন ও সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলীসহ অন্য পুলিশ সদস্যরা।