মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে শেরপুর থানা চাউল কল মালিক সমিতির পক্ষ থেকে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ এমপি কে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ ই ডিসেম্বর সন্ধ্যায় শেরপুর থানা চাউলকল মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, আমিনুল ইসলাম মিন্টু, শেরপুর থানা চাউলকল মালিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্মসাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান জিয়া, বদিউজ্জামান বোদি, জাহাঙ্গীর আলম মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মোহাম্মদ কাওসার আলী, কলিন্স প্রমূখ।