এস,আই শাওন:
বগুড়ার শেরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ২০ ডিসেম্বর রোববার বিকেল ৩ টা থেকে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না পরার অপরাধে ১০ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে অনুরোধও করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।