আবু সাঈদ সাগর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসহায় বৃদ্ধ ও হরিজনদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় সান্তাহার পৌর শহরের ৫ ও ৭নং ওয়ার্ডে অসহায় বৃদ্ধ ও হরিজনদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় তিনি প্রতিটি গৃহে গিয়ে একটি করে কম্বল হাতে তুলে দেন, সেই সাথে সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, এ এস আই রুস্তম ফারুক, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: আলাউদ্দিন, স্বপন ঢালী, অর্জুন সিং প্রমুখ।