এস,আই শাওন: বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস সাত্তারকে (নৌকা প্রতীক) বিজয়ী করতে শেরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর উপজেলা ১টায় উপজেলার বিকেল বাজারস্থ বর্তমান পৌর মেয়র আব্দুস সাত্তারের নিজ বাড়িতে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহম্মদ আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া।
কর্মিসভায় বক্তারা আগামী ১৬ জানুয়ারী শেরপুর পৌরসভা র্বিাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।