শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ই জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শেরুয়া বটতলাস্থ সংগঠনের কার্যালয়ে শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বাৎসরিক সাধারণ সভায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কফিল, যুগ্ম সাধারণ সম্মাদক রুবেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ধর্মীয় সম্পাদক নূরুল ইসলাম, শহিদুল ইসলাম, অফিস সহকারি রাজু আহমেদ প্রমূখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক বাৎসরিক আয় ব্যায়ের হিসাব বিবরণ পেশ করেন। সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান সংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।