এস, আই শাওন:
বগুড়া জেলার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব কার্যালয়ে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, নব-নির্বাচিত ২নং কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, ৩নং কাউন্সিলর নিমাই ঘোষ, ৪নং কাউন্সিলর ফয়সাল ফারুক, ৬নং কাউন্সিলর নাজমুল আলম খোকন, ৭নং কাউন্সিলর জাকারিয়া মাসুদ, ৮নং কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর, ৯নং কাউন্সিলর ফিরোজ উদ্দিন আহম্মেদ জুয়েল, ৭,৮,৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আকতার, ডা: জাহিদুল ইসলাম সিপলু।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মান্নান, সুজিত বসাক, আইয়ুব আলী, আব্দুল আলিম, শাহজামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম (শাওন), আল ইমরান, শ্রী উৎপল মালাকার, আব্দুল ওয়াদুদ, আবু জাহের, যোবায়ের হোসেন, মাহফুজ আহম্মেদ, শাকিল আহম্মেদসহ আরো অনেকে।