নবদিন ডেস্ক:
দুপচাঁচিয়ায় ৭কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ সবুজুল ইসলাম মোর্শেদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজুল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গাজিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কুমিল্লা থেকে নওগাঁগামী দুরপাল্লার যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তল্লাশী চালিয়ে বাসের বক্সের ভিতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো ট্রাভেল ব্যাগে রাখা ৭কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহনকারী বাসযাত্রী মাদক ব্যবসায়ী সবুজুল ইসলাম মোর্শেদকে গ্রেপ্তার করে।
এছাড়াও বুধবার রাতে উপজেলার সাহারপুকুর বাজারে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজা সহ রোস্তম আলী খন্দকার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রোস্তম উপজেলার শ্রীপুর গ্রামের শামসুদ্দিন খন্দকারের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ৭কেজি ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী সবুজুল ইসলাম ও ১’শ গ্রাম গাঁ সহ রোস্তম আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।