এস,আই শাওন:
বগুড়ার শেরপুরের ভবানীপুরে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে র্যাব অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মাহবুবুর রহমান (৪০) ও ইয়াছিন শেখ(২৩) কে আটক করেছে।
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে মাহবুবুর রহমান ও একই ইউনিয়নের সালকুড়ি গ্রামের আলম শেখের ছেলে ইয়াছিন শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে জামনগর গ্রামে র্যাব-১২ ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসময় মাহবুবুর রহমান এর বাড়ি থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে, তাদেরকে শেরপুর থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপাওে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।