পারভীন লুনা,বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জেলা মোটর মালিক গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে এক পক্ষ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম এই ধর্মঘটের ঘোষণা দেন।
মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়।
মঙ্গলবার দুপুর থেকে বগুড়া জেলায় এবং বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে উত্তরবঙ্গ জুড়ে পরিবহন ধর্মঘট চলবে।
এর আগে বেলা ১২ টার দিকে মোটর মালিক গ্রুপের দু পক্ষের মাঝে দখল নিয়ে চারমাথা এলাকায় সংঘর্ষ বাঁধে। এ সময় সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১০ জনের মতো আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, দুপুর দেড়টার পর আমিনুল গ্রুপের লোকজন সমবেত হয়ে টার্মিনালে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে তারা ফিরে যান। পরে আমিনুল ইসলাম পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।
এ বিষয়ে আমিনুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, তাদের কাছে ধর্মঘটের কোনো খবর আসেনি। তবে চারমাথা এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।