মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ৫২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১২ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শেরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শহর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সাধারণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সাধরণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন।
বক্তারা বলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও আওয়ামী যুবলীগের ৫২ জন নেতাকর্মী বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।