ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ী বহিস্কারের জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের নিকট সুপারিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এতথ্য জানান।
সাময়িক ভাবে বহিস্কৃতরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিম। এদিকে সাময়িক বহিস্কারের বিষয়টি তাঁরা অবগত নন। তাঁরা বলেন, এবিষয়ে লিখিত বা মৌখিক ভাবে উপজেলা আওয়ামী লীগ তাদের জানায়নি। এছাড়া অভিযোগ প্রসঙ্গে আমাদের বক্তব্য চাওয়া হয়নি। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ মাত্র।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী তারিক বলেন, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কারনে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভায় তাদের বিরুদ্ধে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী বহিস্কারের জন্য জেলা আওয়ামী লীগের নিকট সুপারিশ করা হয়েছে।