পারভীন লুনা, বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলায় ফোরকান আলী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফোরকান আলী শহরতলির ফুলতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
জানাগেছে, সোমবার বিকালে ফুলতলা এলাকায় তার ওপর এই হামলা করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।
এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মণ্ডল সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফুলতলা বাজারে ধাওয়া করে প্রতিপক্ষের লোকজন ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তিনি বলেন ফোরকানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যার ঘটনা পুলিশ তদন্ত করছে।