মৌসুমী ইসলাম:
বগুড়ার ধুনটে ডিআইডিপি’র ধনুট সমন্বিত উন্নয়ন প্রকল্প কর্তৃক এতিম শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও সবজির চারা বিতরণ করা হয়েছে। (৬ মার্চ) শনিবার সকাল এগারটায় ধুনট উপজেলার ডিআইডিপি সংস্থার কার্যালয় চত্বরে ডিআইডিপি জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার নব-নির্বাচিত মেয়র এবিএম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলার শাখার সভাপতি শহিদুল ইসলাম শাওন, ধুনট সদর ইউপি সদস্য মিজানুর রহমান মজনু, সমাজসেবক আবদুল হান্নান, ডিআইডিপি সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী মাঠ সমন্বয়কারী শাহ আলম প্রমুখ। এসময় ছয়জন এতিম শিশু ও পাঁচটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী (চাল, ডাল, তেল,লবণ,আলু, আটা, গুড়, গুড়া সাবান) চিকিৎসার জন্য নগদ অর্থ,বাঁশ বেত কেনার জন্য নগদ অর্থ ও ২০ টি পরিবারের মাঝে সবজির চারাসহ মোট ৩৭০০০/= হাজার টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিআইডিপি সংস্থা তার জন্মলগ্ন থেকেই অজ পাড়া গায়ের হত দরিদ্র পরিবারের মাঝে এবং এতিমদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন পণ্য, বাসস্থান নির্মাণ উপকরণ, শিক্ষাসহায়তা সামগ্রী, পোশাক-পরিচ্ছদ, নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী পদান করে আসছে। আমি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনার পাশাপাশি তাদের সাহায্যের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।