এস, আই শাওন:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, শেরপুর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা প্রাঙ্গণে কেক কাটার মধ্যদিয়ে শিশু সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো: রায়হান পিএএ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সহ-সভাপতি ও আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, শহর আ’লীগের সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা, শেরপুর সরকারি ডি. জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অন্যদিকে, উপজেলার শেরপুর সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে অত্র কলেজ ক্যাম্পাসে কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা উন্মোচন, ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। আরো উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সদস্য নুরুল ইসলাম সাজু, সহকারী অধ্যাপক আসেফ ইকবাল শাহীন, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক ফজলুল হকসহ অত্র কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।
পরে, কবিতা আবৃত্তি ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।