শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জয়ন্তী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার রাতে বগুড়ার শেরপুরের লালন চর্চা ও গবেষনা মূলক প্রতিষ্ঠান “ভবের হাট” এবং স্বরমালিকা সংগীত নিকেতনের যৌথ উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
ভবের হাটের আহবায়ক মোজাফফর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল আলম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার। এছাড়াও আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, সাংবাদিক বাদশা আলম, আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম বাবলু, ভবের হাটের সদস্য তোফাজ্জল হোসেন, সৌরভ অধিকারী শুভ, সুকেশ সরকার, পুলক সরকার, রানা মাসুদ, দীলিপ সরকার, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান, সাধন রায় প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা, কেক কর্তন ও দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন ভবের হাট ও স্বরমালিকা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।