মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে রাস্তার সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। (২৫ মার্চ) বুধবার ১০ নং শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন মন্ডলের সৌজন্যে উক্ত সোলিং কাজের উদ্বোধন করেন ১০ নং শাহ বন্দেগী ইউনিয়নের (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) এর মহিলা মেম্বার নাছিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার সভাপতি, নবদিন অনলাইন পোর্টালের সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ এর শেরপুর বগুড়া প্রতিনিধি শহিদুল ইসলাম (শাওন), এলাকার বয়োজেষ্ঠ ব্যক্তি বর্গ ও যুবকেরা।
সূত্র জানায়, উপজেলার ১০ নং শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্ট বাগানের কবরস্থান হতে সুলতানের বাড়ি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল এতে জলকাদায় নরকযন্ত্রণায় ভূগতে হয়েছে এ এলাকার বাসিন্দাদের। পিচ রাস্তায় তৈরি হওয়া গর্ত ইট আর মোরাম ফেলে কতদিন ঠিক রাখা যাবে সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ প্রবল বৃষ্টি ছাড়াও রাস্তার উপরই বাজারের সমস্ত জল জমে নিকাশি খারাপ থাকার জন্য।
মহিলা মেম্বার নাছিমা আক্তার বলেন, জনসাধারণের কষ্ট লাঘবে বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা কাজটি শুরু করেছি।