পারভীন লুনা বগুড়া:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের কট্টর বাম রা নৈতিক ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে মহান স্বাধীনতা দিবসে ঢাকা, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে বগুড়া বিএনপির অঙ্গসংগঠন। কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভের অংশ হিসেবে শনিবার দুপুরে, বগুড়া শহরে বিক্ষোভ করে তারা। বিক্ষোভটি শহরের পিটিআই মোড় থেকে শুরু করে জলেশ্বরীতলায় গিয়ে শেষ হয়। এতেবিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল জানান, শুক্রবার মহান স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক সরকার মুকুল, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।