তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে লাবলু শেখ নামে এক কৃষকের বাগানের বিভিন্ন জাতের শতাধিক গাছ কেটে ক্ষতি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চিকাশি গ্রামের উত্তরপাড়ায়।
মঙ্গলবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক লাবলু শেখ। এ ঘটনায় দুপুরের দিকে একই গ্রামের বাসিন্দা শহিদার রহমানের ছেলে জুয়েলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি উত্তরপাড়ার নবীর উদ্দিনের ছেলে লাবলু শেখ কৃষি কাজের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় জীবিকা নির্বাহ করেন। তিনি বাড়ির অদুরে ধুনট-জোড়শিমুল রাস্তার পাশে ছয় শতক জমিতে কাঠ গাছের বাগান গড়ে তুলেছেন। প্রায় এক বছর আগে ওই বাগানে বিভিন্ন জাতের দেড়শত কাঠ গাছের চারা রোপন করেছেন। এ অবস্থায় সোমবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে শতাধিক ইউক্যালিপটার্স গাছের চারা কেটে মাটিতে ফেলে রেখে গেছে। এতে বাগান মালিকের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে জুয়েল জানান, বাগান মালিকের সাথে পূর্ব থেকে বিরোধ থাকলেও গাছ কেটে ক্ষতি করার ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। তারপরও শত্রুতামুলক ভাবে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শত্রুতা বসত এ ঘটনা ঘটিয়েছে। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।