বগুড়ার শেরপুরে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম কুমারী করমা (১৩) ।
তথ্যমতে, উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামের রুপীনির মেয়ে কুমারী করমা (১৩) পেচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ১৯ এপ্রিল সোমবার দুপুর সোয়া ১ টার দিকে কুমারী করমা বাড়ির পাশে শানবান্ধা পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় পুকুরের গভীর পানিতে চলে গেলে সাঁতার না জানার কারণে সে ডুবে যায়। গোসল সেরে সময়মত বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে বেলা আড়াইটার দিকে মাঝ পুকুরে করমার লাশ ভেসে থাকতে দেখা যায়। লোকজন পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।