নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুরে তসলিমা খাতুন নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। (৩০ এপ্রিল) শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন কাশিয়া বালা গ্রামের গোলাম হোসেনের মেয়ে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, নিহত তাসলিমা খাতুন একই এলাকার একটি যুবকের সাথে প্রেম করে আসছিল। তার বাবা মা বিষয়টি জানার পর তাসলিমাকে মারধর করে। একারণেও তার মৃত্যু হতে পারে । সে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়েও আত্মহত্যাও করে থাকতে পারে । এলাকার ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন জানান, শুনেছি মেয়েটি বিদ্যুৎ শকে মারা গেছে। তাসলিমার মা রওশনারা জানান মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ শকে তার মৃত্যু হয় ।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এলাকাবাসী বলছে মেয়েটি বিদ্যুৎ শকে মারা গেছে , ময়নাতদন্ত করলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।