ষ্টাফ রিপোটার:
বগুড়ার শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মে (বুধবার) উপজেলার শেরুয়া বটতলাস্থ মালিক সমিতির কাযালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল লতিফ,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, আরিফুজ্জামান কফিল, কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক মজনু মিয়া, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমূখ। পরে সংগঠনের প্রয়াত সদস্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।