শেরপুরে (বগুড়া) প্রতিনিধি:
প্রেমিককে বিয়ের দাবিতে আদালতে মামলা করায় বগুড়ার শেরপুরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (২৪ মে) শেরপুর প্রেসক্লাবে মোঃ জালাল শেখের মেয়ে মোছাঃ জহুরা আক্তার জুই সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জুই বলেন, তার স্বামী মালয়েশিয়া প্রবাসী। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত গাড়ীদহ ইউনিয়নের বুড়িতলা, মহিপুর নিবাসী মোঃ কুদ্দুসের ছেলে মোঃ আহসান হাবিব শারীরিক সম্পর্ক করে আসছিল। জহুরা আক্তার জুই বিয়ে করার কথা বললে হাবিব দীর্ঘদিন সময়ক্ষেপণ করে এবং তালবাহানা শুরু করে। একপর্যায়ে সে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে জহুরা আক্তার জুই গত ১৫ র্মাচ জজকোর্টে একটি মামলা দায়ের করেন।
এছাড়া শেরপুর থানায় ২৯ মার্চ সাধারণ ডায়েরী করেন। মামলার বিবাদী মোঃ আহসান হাবিব তার লোকজন দিয়ে জহুরা আক্তার জুইকে নামে বেনামে বিভিন্ন ফোন করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জহুরা আক্তার জুই তার এবং তার সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।