তারিকুল ইসলাম. ধুনট (বগুড়া) থেকে
বগুড়ার ধুনট উপজেলায় হিজড়া জনগোষ্ঠির মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলায় ১০জন হিজড়াকে মাসব্যাপী এ প্রশিক্ষণ দিচ্ছে টিএমএসএস। শনিবার দুপুর ১২টায় ধুনট পৌরসভা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মেয়র এজিএম বাদশাহ।
এসময় টিএমএসএস’র প্রকল্প সমন্বকারী মাহামুদুর রশিদ, সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদ, জোনাল ম্যানেজার হানজালাল রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী বদরুল আলম, শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক ও প্রোগ্রাম অফিসার মোর্শেদা হক মুকুট মনি উপস্থিত ছিলেন।