তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলার বাঙালি নদীর বেড়েরবাড়ি ব্রীজের নিচ থেকে ১টি দেশীয় পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২(র্যাব)। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার দুপুরের পর র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান বেড়েরবাড়ি বাঙালি নদীর সেতুর নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো ধুনট থানা হেফাজতে দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, র্যাবের উদ্ধার করা ১টি দেশীয় অস্ত্র ও ১টি ওয়ান শুটারগান পেয়েছি। এসব অস্ত্র গুলো থানার মালখানায় সংরক্ষন করা হয়েছে।