নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুরে ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ ক্রয় করে আল-আমিন হোসেন নগদ এক লক্ষ টাকা উপহার পেয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১১ টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ওয়ালটন শোরুমে আল-আমিন হোসেনের হাতে নগদ এক লক্ষ টাকার চেক তুলে দেন ওয়ালটন বগুড়া এরিয়া রিজিওনাল সেলস ম্যানেজার আসলামুল হক।
জানা যায়, ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন ১০ এর ধামাকা অফারে শেরপুর উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার আল-আমিন হোসেন একটি ফ্রিজ ক্রয় করে নগদ এক লক্ষ টাকা উপহার পান। নগদ এক লক্ষ টাকা উপহার তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর বাস স্ট্যান্ড শোরুমের ম্যানেজার ইনচার্জ শহিদুল ইসলাম, সহকারি ম্যানেজার আবু তাহেরসহ অনেকে।