নবদিন ডেস্ক:
বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতার ছোট ভাই এ জামান নোবেল(৫১) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১১জুন (শুক্রবার) বিকেল ৫টায় হৃদ রোগে আক্রান্ত হলে ভোর ৪টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন।
বার্তা২৪.কম এর বগুড়া ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গনেশ দাস এতথ্য নিশ্চিত করেন। গত ১৪ মে তিনি করোনা মুক্ত হয়ে ২৭ মে স্কয়ার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ঢাকার বাসাতেই বিশ্রামে ছিলেন।
৩১ মে পুনরায় অসুস্থ বোধ করলে তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউমোনিয়ার চিকিৎসা চলাকালে ১১ জুন বিকেলে হার্ট এ্যাটাক করে। এর আগে গত ২৮ এপ্রিল শরীরে জ্বর অনুভব করায় তিনি করোনা পরিক্ষা করে নেগেটিভ রেজাল্ট আসে। ৫ মে পুনরায় করোনা পরিক্ষায় পজেটিভ আসলে ওই দিনই মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে ৯ মে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন ১০ মে তাকে ঢাকায় স্থানান্তর করে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১২ জুন) বাদ মাগরিব বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।