এস,আই শাওন:
বগুড়ার ধুনটে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর প্রকল্প অফিস হতে সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) সংস্থা থেকে পিএসডিআই (ইউ,এস,এ) এর অর্থয়ানে ৩৫টি পরিবারের মাঝে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাঠপাড়া গ্রামে ডিআইডিপি’র কার্যলায়ে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ধুনট মাঠপাড়া প্রকল্প অফিস থেকে প্রতি পরিবারকে ১ কেজি চাউল, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১লিটার সয়াবিন তেল, ৪ কেজি আলু সহ সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার )টাকার সহায়তা বিতরণ করা হয়।
এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ধুনট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ঃ লালমিয়া এসআইডিপি’র সিনিয়র ডিজাইনার- মো ঃ কামরুল ইসলাম, এফসি ডিআইডিপি’র শ্রী দিলীপ কুমারসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, উক্ত সংস্থার মাধ্যমে হত দারিদ্র পরিবারের জনগন অত্র সংস্থা থেকে যে বিভিন্ন ধরনের বিনামূল্যে অর্থনিতিক ও সামাজিক সহায়তা পাচ্ছে তা সত্যই গরিব মানুষের বিরাট উপকার হচ্ছে।